প্রকাশিত: Mon, Mar 11, 2024 11:05 PM
আপডেট: Sat, May 10, 2025 3:18 AM

[১]অস্কার অনুষ্ঠানস্থলের বাইরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

মুসবা তিন্নি: [২] দ্য টেলিগ্রাফ ও  লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, রোববার বিকাল ৪টায় (বাংলাদেশ সময়সোমবার ভোরে) গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে লস অ্যাঞ্জেলেসে ৯৬তম অস্কার অনুষ্ঠানস্থলের কাছে সহস্রাধিক মার্কিনি বিক্ষোভ করেন।

[৩] বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিন স্বাধীন কর, মুক্ত কর’ বলে স্লোগান দেয়। তারা ফিলিস্তিনি পতাকা ও ‘তোমরা যখন অস্কার দেখছো, গাজায় বোমা পড়ছে’ লেখা ব্যানার বহন করছিল। 

[৪] ফিলিস্তিনপন্থী এ বিক্ষোভে অস্কার অনুষ্ঠানস্থল নগরীর ডলবি থিয়েটারে আশপাশে যানচলাচলে অচলাবস্থা দেখা দেয়। 

[৫] অস্কার অনুষ্ঠানে আসা অনেক অতিথিকে গাড়ি ছেড়ে পায়ে হেটে যেতে দেখা যায়। 

[৬] ৪০ জনের বেশি পুলিশ কর্মকর্তা সতর্ক অবস্থানে ছিল। সম্পাদনা: ইকবাল খান